রাজনীতি

খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই: চিকিৎসক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৪ জুলাই) সকালে ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে তার শারীরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

গত ৮ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।