রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক এ বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, আর্থসামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনা শেষে দুপুরে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।