রাজনীতি

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান

বাহাত্তরের সংবিধান বাতিল এবং অন্যান্য রাজনৈতিক সঙ্কট নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জাতীয় ঐক্যের আহ্বানের প্রতি বাংলাদেশ ইসলামী দল সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে। গণহত‌্যায় জ‌ড়িত আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল‌কে বা‌দ দি‌য়ে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্য গ‌ড়ে তোলার আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ ইসলামী দল।

শুক্রবার (২৫ অক্টোবর) গণমাধ‌্যমে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে দল‌টির আমির ড. আব্দুল্লাহ আল নাসের এ আহ্বান জানান।

তিনি ব‌লেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তা‌দের দোসর জাতীয় পা‌র্টিসহ অন‌্য দলগু‌লোর কার‌ণে দে‌শের গণতন্ত্র, ভোটা‌ধিকার ধ্বংস হ‌য়ে‌ছে। সংঘ‌টিত হ‌য়ে‌ছে বর্বরো‌চিত গণহত‌্যা। এই অপক‌র্মের দায় তা‌দের নি‌তে হ‌বে। তা‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে।

আব্দুল্লাহ আল নাসের ব‌লেন, দে‌শে শা‌ন্তি ও ভোটা‌ধিকার প্রতিষ্ঠাসহ গণতা‌ন্ত্রিক রাষ্ট্র গঠ‌নে ফ‌্যা‌সিস্ট আওয়ামী লীগসহ তা‌দের দোসর‌দের রাজনী‌তি থে‌কে নির্মূল ক‌রে সকল গণতা‌ন্ত্রিক রাজ‌নৈ‌তিক দল‌কে জাতীয় স্বা‌র্থে ঐক‌্য গ‌ড়ে তোলা জরু‌রি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জাতীয় ঐক্যের যে আহ্বান জা‌নি‌য়ে‌ছে, আমরা তা‌তে সমর্থন জা‌নি‌য়ে একাত্মতা ঘোষণা কর‌ছি।

বিবৃ‌তি‌তে স্বাক্ষর ক‌রেছেন বাংলাদেশ ইসলামী দলের  সেক্রেটারি জেনারেল আলহাজ মুফতি নজরুল ইসলাম, মাওলানা মো. মনসুর আলী, মাওলানা মো. এমদাদুল হক, মাওলানা মুফতি মো. নুর মোহাম্মদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল গনি, মাওলানা মো. আলী আহম্মেদ, মাওলানা মো. ইসহাক আলী, মাওলানা মো. রায়হান সরকার, মাওলানা মো. মজনুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল মতিন, মাওলানা মো. সাকিব হাসান, মাওলানা মো. হাসানুর রহমান, মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মো. খলিলুর রহমান, মাওলানা মো. আজাহারুল ইসলাম, হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম, মাওলানা আব্দুল খালেক আল ওবায়দী, হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মুফতি ফজলুল করিম, মাওলানা মুফতি তাজুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুজ্জামান সরকার, মাওলানা ওয়াহিদুল ইসলাম, মুফতি মোকাদেস হাবীব, আলহাজ মাওলানা ইউসুফ আলী, মাওলানা মো. বাচ্চু মিয়া, আলহাজ মাওলানা আব্দুর রহিম, আলহাজ মাওলানা শামসুল আলম, মাওলানা মুফতি নুরুল হুদা, মাওলানা মুফতি সানাউল্লাহ, হাফেজ মাওলানা আবু কায়েস, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা আবু যার গেফারী, মাওলানা দানিয়াল মাহমুদ, মাওলানা মুফতি আকরাম, মাওলানা সহাইল, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা মুফতি মোসাদ্দেক, মাওলানা সালমান আহমেদ, মাওলানা মুফতি আব্দুল্লাহ, মাওলানা মুফতি আব্দুর রহমান এবং মাওলানা মুফতি কামরুজ্জামান।