রাজনীতি

‘প্রথম আলো-ডেইলি স্টার বিরোধিতার নামে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে’

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দাবি করেছে, এ বিরোধিতার নামে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, ‘‘গত দুদিন ধরে প্রথম আলো অফিসের সামনে ‘জেয়াফতের নামে বিক্ষোভ, গরু জবাই ইত্যাদি প্রতীকী কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি এক ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। পত্রিকার বিশেষ কোনও সংবাদের বিরোধিতার বহু রূপই আছে যা গণতান্ত্রিকভাবে সার্বজনীন। কিন্তু সেই পথ অবলম্বন না করে বিশেষ ট্যাগ লাগিয়ে যেভাবে বিরোধিতার ধরন প্রকাশ করা হচ্ছে, তাতে গণমাধ্যমের সংস্কৃতির ওপর আঘাত করা হচ্ছে। প্রকারান্তরে জনগণের মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করা হচ্ছে।”

ইতোমধ্যে রাজশাহী ও বগুড়ার প্রথম আলো ব্যুরো অফিস ভাঙচুর করা হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। আমরা আশা করবো দেশের সংকটময় মুহূর্তে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।