রাজনীতি

ভারতের অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

ভারতের অপকর্ম ও অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নেতারা।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শে‌ষে দল‌টির নেতারা এ মন্তব্য করেন। 

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নি‌য়ে রাজনৈতিক দলগু‌লোর নেতা‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন প্রধান উপ‌দেষ্টা ড. মুহম্মদ ইউনু‌স।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ব‌লেন, ‘‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে, সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে, তাহলে ভারতের ব্যাপারে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।’’

আশরাফ আলী আকন বলেন, ‘‘আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধীনতা, মিত্রতা চাই না। ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যেকোনো আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।’’