সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি বাসায় ফেরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মহাসচিব বাসায় পৌঁছেছেন। এখন তিনি সুস্থ আছেন, ভালো আছেন। তিনি বিশ্রামে আছেন। সাভার সিএমএইচএ তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ভালো এসেছে। সিএমএইচর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’’
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব নেতাকর্মীদের নিয়ে ফিরছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক তাকে প্রেস ব্রিফিংয়ের জন্য আহ্বান জানালে তিনি ব্রিফিংয়ের উদ্দেশে যান।
সে সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে বসে পড়েন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে নেতাকর্মীরা ধরাধরি করে তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যান।