রাজনীতি

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিপন

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিপন

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা চাই সবক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা, জবাবদিহিমূলক সরকার।

এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এই কথা বলেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রমনার আইইবিতে এই অনুষ্ঠান হয়। নির্বাচন ছাড়া একটি প্রকৃত সংস্কার সম্ভব না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, “এমপিদের বেতন বাড়ানো উচিত। সংসদ সদস্য হবে একটি ফুলটাইম। কিন্তু সংসদ সদস্যদের বর্তমান বেতন কাঠামো ফুলটাইম জবের মতো নয়। বেতন আরো বাড়ানো দরকার। প্রয়োজনে অবসর ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু।

আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল খায়ের ভূইয়া, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: আসাদুজ্জামান রিপন