হার্ট ফেইলিওর রোগীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে বেড়ে চলেছে। তবে এর চিকিৎসায় দারুন এক অগ্রগতির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন একটি গবেষণায় বলা হয়েছে, হার্ট ফেইলিওর রোগীরা স্ট্যাটিন ওষুধ ব্যবহার করলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৬ শতাংশ হ্রাস পায়, নন-স্ট্যাটিন ব্যবহারকারীদের তুলনায়।
গবেষণায় আরো দেখা গেছে, স্ট্যাটিনের ব্যবহার ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ২৬ শতাংশ হ্রাস করে। নতুন এই গবেষণার ফল ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে। স্ট্যাটিন ওষুধ, হার্ট ফেইলিওর রোগীদের ক্যানসার ও মৃত্যু ঝুঁকি নিয়ে বড় ধরনের গবেষণা এতদিন ছিল না। হংকং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা বড় ধরনের এই গবেষণা করেছেন। প্রায় ৮৭ হাজার কেস পর্যবেক্ষণ করেছেন তারা।
গবেষকদের মতে, হার্ট ফেইলিওরে আক্রান্ত ব্যক্তিরা যত বেশি সময় ধরে স্ট্যাটিন নেন, তাদের ক্যানসার হওয়ার ঝুঁকি তত বেশি হ্রাস পায়।
গবেষণার নেতৃত্বদানকারী হংকং বিশ্ববিদ্যালয়ের ডা. কাই-হ্যাং ইইউ বলেন, ‘হার্ট ফেইলিওর বিশ্বব্যাপী একটি ক্রমবর্ধমান রোগ, কিন্তু এক্ষেত্রে হৃদরোগের সঙ্গে সম্পর্কিত নয় এমন কারণে মৃত্যুঝুঁকি বৃদ্ধি উদ্বেগের বিষয়। আমাদের গবেষণাপত্র হার্ট ফেইলিওর রোগীদের ক্যানসার প্রবণতা সম্পর্কে চিকিৎসকদের সচেতন এবং কার্ডিওভাসকুলারের সঙ্গে সম্পর্কিত নয় এমন দিকগুলোতে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আমাদের গবেষণা হার্ট ফেইলিওর ও ক্যানসার বিকাশের মধ্যকার সম্পর্ককে হাইলাইট করে এবং এ রোগীদের স্ট্যাটিন ব্যবহার করে ক্যানসার ঝুঁকি হ্রাস এবং মৃত্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।’
গবেষকরা এ বিষয়ে আরো গবেষণার আহবান জানিয়েছেন। এছাড়া ক্যানসারের ঝুঁকি হ্রাস করার জন্য সম্ভাব্য কৌশলগুলো যেমন হার্ট ফেইলিওর রোগীদের ক্যানসারের স্ক্রিনিং করার পরামর্শ দিয়েছেন।