মাথা ব্যথা বা ঠান্ডা লাগলে অনেকে মনে করেন নাকের হাড় বেঁকে গেছে। কিন্তু এইসব সমস্যা অন্য রোগের কারণেও দেখা দিতে পারে। কখন বুঝবেন নাকের হাড় বেঁকে গেছে, নাকের হাড় বেঁকে গেলে কি কি শারীরিক সমস্যা দেখা দেয়- এ বিষয়ে রাইজিংবিডির সাথে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুন।
তিনি বলেন, ‘নাকের হাড় বাঁকা হওয়ার নানা কারণ রয়েছে। জন্মগতভাবে কারো নাকের হাড় বাঁকা হতে পারে অথবা জন্মের পর কেউ যদি নাকে আঘাত পায় তাহলে নাকের হাড় বাঁকা হতে পারে এবং কোনো কারণ ছাড়াও নাকের হাড় বাঁকা হতে পারে। নাকের হাড় বাঁকা হলেই চিন্তিত হওয়ার কিছু নেই। অনেক মানুষের জন্মগতভাবে নাকের হাড় বাঁকা থাকে। এই বাঁকা থাকা কোনো সমস্যা না। তবে হাড় বাড়লে সমস্যা।’
কীভাবে বুঝবেন নাকের হাড় বাড়ছে
* তীব্র মাথাব্যথা হয়। * নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। * ঘন ঘন সর্দি-ঠান্ডা লাগে।
করণীয়: ডা. মো. হাসানুল হক নিপুন বলেন, নাকের হাড় বাঁকার উপসর্গ দেখা দিলে প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে। দেখতে হবে যে এসব সমস্যা কি নাকের হাড় বাঁকার জন্য নাকি অন্য কারণে হচ্ছে কিনা। এরপর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ।’
এই চিকিৎসক আরও বলেন, ‘নাকের হাড় বাঁকার বিভিন্ন ধরণ রয়েছে। যদি মৃদু থাকে তার জন্য কিছু করতে হয় না। যাদের ক্ষেত্রে বেশি বাঁকা থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে বাকিদের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে নাকের ভেতরের পার্টিশন যদি বাঁকা থাকে সেটি একটি সমস্যা আবার যদি বাইরের পুরো নাকের অংশ এক্সিডেন্ট বা কোনো কারণে বেঁকে গেলে সার্জারীর প্রয়োজন হতে পারে।’
‘আমাদের দেশে অনেকের এসব নিয়ে ভুল ধারণা আছে। নাকের ভেতর যে ছোট ছোট হাড় দেখা যায় অনেকেই বলে নাকে পলি হয়েছে। আসলে এটা পলিপাস না। আমাদের নাকের ভেতর তিন ধরনের হাড় থাকে যেটাকে আমরা টার্মিনেট বলি। যেটাকে অনেকেই বলে নাকের হাড় বেড়েছে। এটার কাজ হচ্ছে। আমরা যদি বাইরে থেকে গরম বাতাস নেই বডি একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে। গরম বাতাস যেন সরাসরি ভেতরে না যায় তাই এই অংশ কাজ করে থাকে। শরীরের উপযুক্ত করে বাতাস গ্রহণ করে থাকে। এই অংশকে অনেকেই নাকের কুলার বলে থাকেন। এসব হাড় বাড়লে কোন সমস্যা না। এসব টার্মিনেট কিছু প্রসিডিউরের মাধ্যমে সাইজ ছোট করা যায় এটা কোন পলিপাস না।’ যোগ করেন ডা. মো. হাসানুল হক নিপুন।
নাকে হাড় বাড়লেও অনেকে মনে করেন পলিপাস হয়েছে। অথচ পলিপাস এবং নাকে হাড় বাড়ার বড় পার্থক্য রয়েছে।
পলিপাস আর নাকের হাড় বাড়ার পার্থক্য সম্পকে ডা. মো. হাসানুল হক নিপুন বলেন ‘ আমাদের কারো যদি দীর্ঘদিন ঠান্ডাজনিত বা এলার্জিজনিত সমস্যা হয়। এর ফলে আমাদের নাকের ভেতর যদি ঠান্ডা জমে যায় তাহলে পলিপাস সৃষ্টি হয়। সেটা নাকের সামনে বা পেছন দিয়ে গলায় চলে যেতে পারে। পলিপাস ও হাড় বাঁকা বা বড় হওয়া আলাদা বিষয়।’
ভুল চিকিৎসায় যে ক্ষতি: ডা. মো. হাসানুল হক নিপুন বলেন, ‘নাকের টার্মিনেট বাড়লে অনেকে হাতুড়ে ডাক্তারের পরামর্শ নিয়ে নাকের হাড় ছোট করতে এসিড ব্যবহার করেন। সেক্ষেত্রে নাকে আরও জটিলতা বেড়ে যায়। নাকের একটি মাংস অন্যটির সাথে লেগে যায়। অনেক ক্ষেত্রে নাকের সেপট্রামে যদি বেশি এসিড লাগে তাহলে নাক বসে যেতে পারে।’
যখন অপারেশন দরকার হয়: ডা. মো. হাসানুল হক নিপুন বলেন ‘আমরা যদি দেখি সমস্যা মৃদু তাহলে আমরা রোগীকে মেডিসিন দেই এবং কাউন্সেলিং করে থাকি। আর যদি রোগী সবসময় মাথাব্যথা এবং ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন সেক্ষেত্রে অপারেশন করার পরামর্শ দেই। আমাদের চোখের প্রয়োজনের অতিরিক্ত পানিটুকু নেত্রনালি দিয়ে নাকে চলে যায় এবং শোষিত হয়। নাকের হাড়ের কারণে এই প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে অপারেশন করার পরামর্শ দেই। আর শিশুদের ক্ষেত্রে অর্থাৎ ১৮ বছরের নিচে কারো নাকের হাড় বাঁকা হলে আমরা অপারেশন করতে পরামর্শ দেই না। আমরা তাদের পূর্ণবয়স পর্যন্ত অপেক্ষা করতে বলি। ’