চাকরি

শিক্ষক নেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষক নেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী ঢাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি প্রভাষক, সহকারী শিক্ষক, অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নাম: প্রভাষক

বিষয়: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন-এ প্রভাষক পদে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।     বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)

বিষয়: হিসাববিজ্ঞান। 

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (বিএড ডিগ্রিসহ), ১২,৫০০-৩০,২৩০ টাকা (বিএড ডিগ্রি ব্যতীত)।  

পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা- ইংলিশ ভার্সন)

বিষয়: বিজ্ঞান। 

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান/রসায়ন বিজ্ঞান/জীববিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (বিএড ডিগ্রিসহ), ১২,৫০০-৩০,২৩০ টাকা (বিএড ডিগ্রি ব্যতীত)।

পদের নাম: অফিস সহকারী

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা। মাইক্রোসফট অফিস, ট্রাবলশুটিং, গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।  

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী (আইসিটি)

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি/সমমান পাসসহ ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। মাইক্রোসফট অফিস এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।  

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস। 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

অন্যান্য যোগ্যতা 

প্রত্যেক পদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ২টি (দুইটি) স্তরে প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

অন্যান্য সুবিধাদি 

বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি প্রভাষক পদের জন্য ৬৫০ টাকা, সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৫৫০ টাকা এবং অফিস সহকারী (আইসিটি), অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৩৫০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে  (বিকাশ চার্জ প্রযোজ্য)।

আবেদনের শেষ তারিখ

১৯ অক্টোবর, ২০২৪।