ক্রীড়া প্রতিবেদক : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের’ কোয়ার্টার ফাইনালের খেলা শনিবার শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই, দ্য রিপোর্ট ২৪ ডটকম, বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা ট্রিবিউন।
আগামীকাল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মাঠে উপস্থিত থেকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, প্রাক্তন পরিচালক খোন্দকার জামিলউদ্দিন, ক্রীড়া সংগঠক ও ঢাকা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, পৃষ্ঠপোষক গ্রুপ ওয়ালটনের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম ও ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মো. ফিরোজ আলম। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মিলটন আহমেদসহ অন্যরা।
টুর্নামেন্টের চতুর্থ দিন শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই (৩১/০) ৫ উইকেটে মাছরাঙা টিভিকে (২৭/৫) হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যানেল আইয়ের সোহেল রানা।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দ্য রিপোর্ট (৬৩/১) ৪ উইকেটে চ্যানেল নাইনকে (৫৯/৫) পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। ম্যাচসেরা নির্বাচিত হন দ্য রিপোর্টের জনি সোম।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রতিদিন (১০১/৪) ৬৬ রানে মানবকণ্ঠকে (৩৫/৫) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। ১৫ বলে ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশ প্রতিদিনের মোহাম্মদ আশরাফুল।
দিনের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন (১০২/৩) ৫ রানে নতুন সময় ডট টিভিকে (৯৭/২) হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। ঢাকা ট্রিবিউনের আতিকুর ম্যান অব দ্য ম্যাচ হন। আগামীকালের খেলা :সেমিফাইনালসকাল ৮:৩০ মি.চ্যানেল আই বনাম বাংলাদেশ প্রতিদিনদ্য রিপোর্ট বনাম ঢাকা ট্রিবিউন
ফাইনালসকাল ১০টা;সেমিফাইনালের বিজয়ী দুই দল। রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৫/আমিনুল/সাইফুল