খেলাধুলা

ডি গিয়া ম্যানইউতেই থাকবেন, বিশ্বাস কোচের

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই চাউর হচ্ছে। তবে ইংলিশ ক্লাবটির কোচ লুইস ফন গালের বিশ্বাস, ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবেন। 

 

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে হাল সিটির বিপক্ষে খেলবে ম্যানইউ। ম্যাচের আগের দিন ফন গাল বলেন, ‘আমার বিশ্বাস ডেভিড ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবে। আগামীকালের (রোববার) ম্যাচের পর আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। তারপরই দেখা যাবে কে থাকবে আর কে ক্লাব ছেড়ে যাবে।’

 

চোটের কারণে ম্যানইউয়ের আগের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি ডি গিয়া। রোববার হাল সিটির বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ফন গাল আশা করছেন, ডি গিয়া রোববারের ম্যাচে খেলবেন।

 

ফন গাল বলেন, ‘এটা মৌসুমের শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমার এবং খেলোয়াড়দের শেষ ম্যাচ। আমি মনে করি হাল সিটির বিপক্ষে শক্তিশালী দল নিয়েই খেলতে হবে আমাদের। ওয়েনই রুনি থাকবে। ডি গিয়া আজ (শনিবার) অনুশীলন করেছে। অবশ্য ওর এখনো কিছুটা সমস্যা রয়েছে। তবে হাল সিটির বিপক্ষে ওকে আমি চাই। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৫/পরাগ/টিপু