ইয়াসিন হাসান : ক্যারিয়ারের দশম সেঞ্চুরি, তাই উদযাপনটা হতে হবে ভিন্ন কিছু। ৪২ বছর ৪৭তম দিন বয়সি মিসবাহ-উল-হক মনে হয় এমন কিছু ভেবেই ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন।যদি ভিন্ন কিছু করার চিন্তা না করেই থাকেন তাহলে এমন কেনইবা করবেন! যারা টিভিতে সরাসরি দেখেছেন তারা নিশ্চিত বিনোদন পেয়েছেন। যারা দেখেননি তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেইজে দেখে নিবেন।ফিনের শর্ট বল থার্ড ম্যান অঞ্চলে পাঠিয়ে প্রান্ত বদল মিসবাহের। ৯৯ থেকে মিসবাহ পৌঁছে গেলেন ম্যাজিকাল ফিগার ১০০ তে। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে সেঞ্চুরি, উদযাপন কিছুটা হলেও থাকবে সেটা অনুমিতই ছিল। কিন্তু ‘বুড়ো’ মিসবাহ কী করেন সেটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। হতাশ করেননি পাকিস্তানের অধিনায়ক।প্রান্ত বদলের সময়ই ব্যাট ঘুরিয়ে উল্লাস শুরু করেন মিসবাহ। এরপর হেলমেট খুলে পাকিস্তানের ড্রেসিং রুমে ‘স্যালুট’ দেন। এরপর গুনেগুনে দশটি বুক ডন (পুশ আপ) দেন মিসবাহ। বুঝিয়ে দিলেন, ‘এখনো ‘বুড়ো’ হয়নি। অনেক কিছু দেওয়ার, দেখানোর বাকি আছে!’ লর্ডসে উপস্থিত ক্রিকেটপ্রেমিরা দাঁড়িয়ে সম্মান জানাতে কাপর্ণ্য করেননি। ড্রেসিং রুমের বারান্দায় হাফিজ, আমির, ইউনুস ও ওয়াহাব রিয়াজরা উল্লাসে ফেটে পড়েন। কমেন্ট্রি থেকে বলছিল,‘অ্যাবসুলেটলি ফ্যান্টাসটিক। কিপ গোয়িং।’
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৬/ইয়াসিন/আমিনুল