ঢাকা: ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে সকালের খবর ও ডেইলি স্টার।
রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সকালের খবর ৯ রানে ভোরের কাগজকে এবং ডেইলি স্টার ৫ উইকেটে যায়যায়দিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। দিনের অপর খেলায় জিটিভি ৬২ রানে ইউএনবিকে, নয়াদিগন্ত ১৬ রানে সমকালকে, আমাদের অর্থনীতি ৩৮ রানে বাংলাবাজার পত্রিকাকে, দিগন্ত টিভি ৭৪ রানে অর্থনীতি প্রতিদিনকে পরাজিত করে।
বিভিন্ন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সকালের খবরের করিম, ডেইলি স্টারের ফজলু, জিটিভির সেকান্দার, নয়াদিগন্তের ফরহাদ, আমাদের অর্থনীতির রিমন, দিগন্ত টিভির শামীম। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে প্রত্যেকেই পৃষ্ঠপোষক ওয়ালটনের মোবাইল সেট ও ক্রেস্ট পেয়েছেন।
ম্যাচ সেরাদের পুরস্কৃত করেন আরবি গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উপ-পরিচালক উদয় হাকিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির সদস্য সচিব রেজা সিনহা, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) তসলিমা আক্তার, মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের প্রশাসক মসিউর রহমান, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন ও ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী, অর্থনীতি প্রতিদিনের প্ল্যানিং এডিটর জগলুল হায়দার ও বিশেষ প্রতিনিধি গাফফার মাহমুদ প্রমুখ।