খেলাধুলা

এবার সেল্টা ভিগোর মাঠে পয়েন্ট খোঁয়ালো বার্সেলোনা

গত সপ্তাহের শনিবারে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দেখে বার্সেলোনা। এবার আরেক শনিবারে আবার ড্র করে বসলো বার্সেলোনা। এবার প্রতিপক্ষ তালিকার নিচের দিকে থাকা সেল্টা ভিগো। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারালো বার্সেলোনা। সেল্টা ভিগো ২-২ গোলের ড্র করে বসে কাতালান ক্লাবটির বিপক্ষে।

শিরোপা লড়াইয়ে নিজেদের জায়গা শক্তভাবে টিকিয়ে রাখতে সেল্টা ভিগোর মাঠে জয়ের বিকল্প ছিলো না কাতালান ক্লাবটির। কারণ গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ড্রয়ের ফলে চির প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। এবার আরেক ড্রয়ে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়লো বার্সেলোনার।

যদিও এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদের থেকে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠলো বার্সেলোনা। তবে এক ম্যাচ বেশি খেলেছে কাতালান ক্লাবটি। ফলে রিয়াল পরের ম্যাচ জিতলে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে নেবে লস ব্লাঙ্কোসরা। এখন ৩২ ম্যাচশেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৯-এ। আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৮। এদিকে বার্সেলোনাকে রুখে দেওয়া সেল্টা ভিগো ৩৪ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।

সেল্টা ভিগোর ডি ব্যালাইদোস স্টেডিয়ামে অবশ্য আধিপত্য বিস্তার করে খেলেছিল বার্সেলোনা। ম্যাচের বল দখলে বা আক্রমণে বেশ এগিয়ে ছিল মেসিবাহিনী। খেলার প্রথম গোলটাও আদায় করে নেয় বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটের মাথায় মেসির ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। প্রথমার্ধে সেই ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

তবে ফিরে এসে ম্যাচের ৫০ মিনিটে সেল্টা ভিগোকে খেলায় ফেরান ফাইদর মোলোভ। ম্যাচে সমতা চলে এলে আক্রমণ বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬৭ মিনিটে নিজের জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। তবে নির্ধারিত সময়ের ২ মিনিট আগে সেল্টা ভিগোর পক্ষে ম্যাচে সমতা নিশ্চিত করেন আইগো আসপাস।

শেষ দিকে বল নিয়ে আক্রমণ করলেও গোলমুখে কোনো বল রাখতে পারেনি বার্সেলোনা। আর তাই ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ঢাকা/কামরুল