বাবা ডি মারিয়া চ্যাম্পিয়নস লিগের শিরোপা পায়নি। মন খারাপ। মেয়েরা তো বসে থাকতে পারে না! ঝটপট বাবার জন্য লিখলেন বার্তা।
বাবাকে সাহস দিলেন। জুগিয়েছেন অনুপ্রেরণা। সেই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ডি মারিয়ার স্ত্রী জর্জজেলিনা কারডোসো।
ডি মারিয়ার বড় মেয়ে মিয়া লিখে, ‘বাবা, তুমি আমাদের গর্বিত করেছ। দ্বিতীয় হওয়া সমান গুরুত্বপূর্ণ। আমরা তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি ফিরলে আমরা তোমায় অনেক চুমু দেব ও জড়িয়ে ধরব। তুমি যেবার বিজয়ী হয়েছিল সেবার থেকে এবার বেশি ভালোবাসব। আমাদের গর্বের জায়গা তুমি।’
ছোট মেয়ে পিয়াও যোগ দেয় বড় বোনের সঙ্গে, ‘তুমি আমাদের গর্ব। কি হয়েছে সেটা বিষয় না। আমরা তোমাকে ভালোবাসি।’
২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন ডি মারিয়া। বড় মেয়ে মিয়া ডি মারিয়া সেই সময়ে বেশ ছোট। তবে বাবার আনন্দ বুঝতে পেরেছিলেন। ছোট মেয়ে পিয়া পৃথিবীতে এসেছে ২০১৭ সালে।
এই মৌসুমে দারুণ সময় কাটিয়েছে পিএসজি। চারটি শিরোপা জিতলেও মৌসুমের সবচেয়ে বড় চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। ফাইনালে নিষ্প্রভ ছিলেন ডি মারিয়া। তবে সেমিফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।