এসি মিলানের সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ করোনা জয় করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর স্কাই স্পোর্টসের।
৩৯ বছর বয়সী ইব্রা গেল ২৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। সে সময় তিনি টুইট করে লিখেছিলেন, ‘গতকাল আমি করোনা পরীক্ষায় নেগেটিভ হই, কিন্তু আজ পজিটিভ হয়েছি। যদিও কোনো লক্ষণ নেই। আমাকে চ্যালেঞ্জ জানানোর সাহস করোনার রয়েছে কি? খারাপ ধারনা।’
১৫ দিনের মাথায় শুক্রবার তিনি আবার টুইট করেছেন। জানিয়েছেন তিনি এখন করোনা মুক্ত, ‘আপনি সেরে উঠেছেন; স্বাস্থ্য কর্তৃপক্ষ আমাকে এমনটাই জানিয়েছে। কোয়ারেন্টইনের দিনগুলো ফুরালো। এখন আমি বাইরে যেতে পারবো।’
ইব্রা যেহেতু সেরে উঠেছেন সতুরাং ১৭ অক্টোবর মিলান ডার্বিতে তাকে দেখা যাবে এমনটাই প্রত্যাশা দর্শক-সমর্থকদের।
অবশ্য ইব্রা সেরে উঠলেও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এসি মিলানের আলেসান্দ্রো বাস্তনি, মিলান স্ক্রিনিয়ার, রাজা নাইঙ্গোলান ও রবার্তো গাগলিয়ারদিনি।