বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সরাসরি ১২ পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে পাঁচ দলের টুর্নামেন্টের চারটিতে জিতে সরাসরি ফাইনালে চলে গেলো স্বাগিতকরা।
প্রথমার্ধে ১৪-৯ পয়েন্টে এগিয়েছিল তুহিন তরফদার বাহিনী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জাকির হোসেন।
এদিকে রেইড দিতে গিয়ে আহত হয়েছেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় আরুজ্জামান মুন্সি।