খেলাধুলা

লিটনের এটাই শেষ নয়, নাইম আরও সুযোগ পাবে : তামিম

ব্যর্থতার খোলস থেকে বের হতে পারেননি লিটন দাস; অনুমিতভাবেই বাদ পড়েছেন দল থেকে। তার পরিবর্তে সুযোগ পাওয়া মোহাম্মদ নাইমও প্রমাণ করতে পারেননি নিজেকে। তবুও তামিম আস্থা হারাচ্ছেন না দলের তরুণ তুর্কিদের প্রতি। জানিয়েছেন তাদের আরও সুযোগ আসবে।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে শেষে তামিম বলেন,   'আমার মনে হয় লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে। সে মনে হয় ৮-৯টা ম্যাচ খেলেছে। সে তাঁর সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এটাই ওর জন্য শেষ নয়। তার পরিবর্তে আমরা সবাই ভেবেছি নাইমের কথা। নেটে বা প্রস্তুতি ম্যাচে যা দেখেছি তাতে মনে হয়েছে সে ভালো ব্যাটিং করছে। তবে আজ তাঁর প্রথম ম্যাচ। আশা করি সে আরও সুযোগ পাবে।'

লিটন সর্বশেষ ৮ ইনিংসে মোট রান ১০১, নামের পাশে তিনটি শূন্য। ক্যারিয়ারে তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো লিটনের ৪৪ ইনিংসে রান ১১৮০, ব্যাটিং গড় ২৮.৭৮। পঞ্চাশ বা শতকের ৬ ইনিংস মিলিয়ে তার রান ৬৭৬। বাকি ৩৮ ইনিংসে মাত্র ৫০৪! তাতে ব্যাটিং গড় ১৩.৩ ছুঁইছুঁই।

তার প্রতি আস্থা জানিয়ে তামিম বলেন, 'আমরা জানি সে (লিটন) কতোটা ভালো খেলোয়াড়। যখন একটা ক্রিকেটার ৭-৮ ম্যাচে ব্যর্থ হয় তখন আমাদের মনে হয়েছে আরেকজনকে সুযোগ দেওয়া।'

এদিকে নাইম এর আগে মাত্র ১টি ওয়ানডে খেলেছিলেন। ওই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। আজ নেমেও ফেরেন মাত্র ১ রানে। তামিম জানান দলের প্রয়োজনে তার সঙ্গে একজন ডানহাতি ওপেনার প্রয়োজন। সে ক্ষেত্রে লিটনের দিকই ইঙ্গিত করে। তবে নাইম আরও সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন।  

তামিম বলেন, 'আমি চাইব যদি আমার সঙ্গে যদি একজন ডানহাতি ওপেনার আমার সঙ্গে থাকে, তাহলে এটা দলের জন্য ভালো। তাহলে আমাদের জন্য ভালো সমন্বয় হয়। কিন্তু আমি যেটা চাই সেটাই হতে হবে না। যদি কেউ পারফর্ম করে, সৌম্য বা নাঈম। নাঈম ভালো সুযোগ পাবে এটা আমি বলতে পারি।'