ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে রেলিগেশন এড়াতে হলে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১২২ রান করতে হবে ১৮ ওভারে। নয়তো ওল্ড ডিওএইচএসের কাছে হেরে নেমে যেতে হবে প্রথম বিভাগে।
মঙ্গলবার (২২ জুন) রেলিগেশন লিগের বাঁচা মরার লড়াইয়ে খেলতে নেমে টস জিতে ফিল্ডিং নিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাটিং করতে নেমে বারবার বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে ওল্ড ডিওএইচএস। বৃষ্টি আইনে টার্গেট দাঁড়ায় ১২২।
ইনিংসের চতুর্থ বলে মোহাম্মদ শহীদকে ডিপ স্কয়ার লেগে ছয় মেরে দলের ও নিজের রানের খাতা খোলেন ডিওএইচএসের ওপেনার আনিসুল ইসলাম। তার ৫৯ বলে ৫১ রানে ভর করে এই লক্ষ্য দেয় তারা। মন্থর ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২০ রান। এ ছাড়া আলিস আল ইসলাম ১৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ হোসাইন আলী।
খেলা শুরুর ১২ ওভার না যেতেই প্রথমবার হানা দেয় বৃষ্টি। তবে দ্রুত থেমে যাওয়ায় আবার শুরু হয় খেলা।
এরপর আরও দুইবার বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। এজন্য দুই ওভার কমিয়ে খেলা ১৮ ওভারে করা হয়। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। হারলেই অবনমন ঘটবে প্রথম বিভাগে। ১১ ম্যাচ শেষে রূপগঞ্জের পয়েন্ট ৭। অন্যদিকে ১২ ম্যাচ শেষে ওল্ড ডিওএইচএসের পয়েন্ট ৮। রেলিগেশন লিগে খেলা পারটেক্স স্পোর্টিং ক্লাবের ইতিমধ্যে নেমে গেছে প্রথম বিভাগে।
এর আগে বৃষ্টি থাকায় সুপার লিগের ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।