বহু হা-হুতাশের পর এলো আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক ট্রফি। আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়ে দিলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা। এই অনুভূতি বলে বোঝানোর নয়, ম্যাচ শেষে বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্রাজিলের বিপক্ষে মারাকানায় কোপা আমেরিকা ফাইনালের শেষ বাঁশি বাজা থেকে শুরু করে ট্রফি হাতে নেওয়া পর্যন্ত তার অপরিসীম সুখের কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হলো:
শেষ বাঁশি বাজলো। পেয়েছি! বহু অপেক্ষার পর মেসি যেন সেটাই বলছেন।
সতীর্থরা ছুটে গেলেন মেসির কাছে। আনন্দ অশ্রু লুকাতে পারেননি তিনি।
বন্ধু নেইমারের সঙ্গে কিছুটা সময়।
ভক্তদের উদ্দেশ্যে মেসির ফ্লাইং কিস।
সতীর্থদের উদযাপনের প্রাণ ছিলেন মেসি।
কোপার শীর্ষ গোলদাতাও মেসি।
সতীর্থদের সঙ্গে ট্রফি উদযাপন।
ট্রফি হাতে বাধভাঙা উচ্ছ্বাস মেসির।
বহু প্রতীক্ষিত ট্রফিতে মেসির চুমু।
ট্রফির আপাদমস্তক দেখে নিচ্ছেন মেসিরা।
ট্রফির সামনে ডি মারিয়াদের ড্রাইভ।
ট্রফি উদযাপনের পর ফোনে পরিবারের সঙ্গে কিছুটা সময়।