জিম্বাবুয়ের ব্যাটিংয়ের স্তম্ভ ব্রেন্ডন টেইলর। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে তিন থেকে চারে নেমেছিলেন। শুরু থেকেই চেষ্টা ছিল উইকেটে টিকে থাকার, বাড়তি ঝুঁকি না নিয়ে ধীরে সুস্থে রান তোলা। সেভাবেই এগিয়ে যাচ্ছিল তার ইনিংস।
কিন্তু প্রতিশ্রুতিশীল ইনিংসটি মেরামত করার পথে অনাকাঙ্ক্ষিত ভুল করে বসেন তিনি। তাতে সাজঘরে ফিরতে হয় তাকে। পেসার শরিফুল ইসলামের লেন্থ বল আপার কাট করতে চেয়েছিলেন টেইলর। ব্যাট-বলের টাইমিং হয়নি। এরপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করেন। বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন।
দুই অনফিল্ড আম্পায়ার ইরাসমাস ও চাভি নিজেদের মধ্যে কথা বলে টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরের সাহায্য চান। টিভি রিপ্লে দেখে টেইলরকে আউট দেন আম্পায়ার। শরিফুল পেয়ে যান প্রথম উইকেট। জিম্বাবুয়ে হারায় চতুর্থ উইকেট।
ফেরার আগে ৫৭ বলে ৪৬ রান করেন টেইলর। তাতে হতাশ জিম্বাবুয়ে শিবির। তাকে ফিরিয়ে উল্লসিত সফরকারীরা। ২০১তম ওয়ানডে খেলতে নেমে টেইলর প্রথমবার হিট উইকেটে আউট হলেন।