খেলাধুলা

দুঃস্বপ্নের সফরে দারুণ শিক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া হাতছাড়া করেছিল তৃতীয় ম্যাচেই। শেষটায় তারা নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গেল। পুরো সফরই ছিল তাদের জন্য দুঃস্বপ্নের আরেক নাম। তবে এই সিরিজ থেকে দল অনেক কিছু শিখেছে মনে করছেন অধিনায়ক ম্যাথু ওয়েড। একই সঙ্গে বাংলাদেশকে অভিনন্দন জানালেন তিনি।

ম্যাচ শেষে ওয়েড বলেছেন, ‘আরো ইতিবাচক কিছু থাকবে বলা কঠিন। অবশ্যই আমাদের দলের জন্য এটা দারুণ শিক্ষার সুযোগ। বেশ কয়েক বছর ধরে আমি খেলেছি, এখানে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য সবচেয়ে কঠিন কন্ডিশন। তরুণদের জন্য দারুণ শিক্ষা। দুর্ভাগ্যবশত সিরিজটা আমাদের ছিল না।’

প্রস্তুতির ঘাটতি ছিল মনে করেন না অজি অধিনায়ক, ‘যথেষ্ট ক্রিকেট খেলতে পারিনি, এমন অজুহাত দেওয়া যাবে না। এখানে আসার আগে ওয়েস্ট ইন্ডিজে আমরা যথেষ্ট ও ভালো ক্রিকেট খেলেছি। এখানে সেটা হলো না। বাংলাদেশকে কৃতিত্ব দেই, তারা ভালো খেলেছিল। আমরা তাদের ব্যাটসম্যানদের কাঁপালেও তারা পথ খুঁজে বের করে ওই পর্যন্ত গেছে (১১০-১২০ রান)।’

দলের বোলারদের নিয়ে তার মূল্যায়ন, ‘আমাদের স্পিনাররা ছিল ব্যতিক্রম। মিচ মার্শ এমন পিচে ধারাবাহিক ছিল, এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। আমাদের বোলিং ছিল ভালো, কিন্তু বোর্ডে আমরা যথেষ্ট রান তুলতে পারিনি। স্পিনিং কন্ডিশনে ভালো করার পথ খুঁজতে হবে আমাদের। আজ সেরা বোলিং করতে পারিনি, পুরো সফরেই। কিন্তু আজ যদি বল হাতে তাদের স্কোর ১০-১৫ রান কমাতে পারতাম এবং ব্যাট হাতে ১০-১৫ রান বেশি করতে পারতাম... তাহলে বড় ব্যবধানে হারতে হতো না।’

গোটা সিরিজের কন্ডিশন নিয়ে ওয়েড বলেন, ‘এই কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। সাবাশ, ভালো খেলেছ বাংলাদেশ দল।’