খেলাধুলা

ইউরোর ফাইনালে সবচেয়ে বেশি কোভিড ছড়িয়েছে: গণস্বাস্থ্য বিভাগ

ইংল্যান্ডের গণস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইউয়েফা ইউরো ২০২০ ফাইনালে সবচেয়ে বেশি কোভিড ছড়িয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এ খবর দেয় গণস্বাস্থ্য বিভাগ।

তাদের দাবি, ওয়েম্বলিতে ফাইনাল দেখা ২৩,০০০ দর্শক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তেও পারে। একই সঙ্গে ইতালি ও ইংল্যান্ডের ফাইনালের পর ৩৪,৪০৪ জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা গেছে।

গত ১১ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও ইতালির ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। ইংল্যান্ডকে হারিয়ে শেষ হাসি হাসে ইতালি। ওয়েম্বলিতে সেদিনের ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন ৬৭,১৭৩ দর্শক। 

ফাইনাল ও সেমিফাইনালের জন্য যুক্তরাজ্য সরকার সীমান্ত খুলে দিয়েছিল। ফলে ইউরোর ফাইনাল থেকে ইতালিসহ বিভিন্ন দেশ থেকে দর্শকরা লন্ডনে গিয়েছিল। ইতালি সরকার দর্শকদের পাঠাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থাও করে দিয়েছিল। তবে ম্যাচ শেষে কেউ ১২ ঘণ্টার বেশি ইংল্যান্ডে থাকতে পারেননি।