টোকিও গেমসে দল পাঠাতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
এই নিষেধাজ্ঞার কারণে বেইজিং শীতকালীন গেমসে খেলতে পারবে না দেশটি। কোভিড থেকে অ্যাথলেটদের সুরক্ষায় উত্তর কোরিয়া সবশেষ টোকিও গেমসে অংশগ্রহণে কোনো প্রতিনিধি পাঠায়নি।
আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, এই নিষেধাজ্ঞা চলমান থাকার সময় কোনো ধরনের আর্থিক সহায়তা পাবে না উত্তর কোরিয়া।
এদিকে তালেবানদের ক্ষমতা দখলের পর টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া আফগানিস্তানের কেউ দেশে ফিরেনি বলে নিশ্চিত করেছেন বাখ। দেশ থেকে যারা পালিয়ে এসেছেন, তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইওসি প্রধান জানান।