খেলাধুলা

‘কেন মামা, ওয়ার্নার কাকাকে’ অভিনন্দন জানালেন রশিদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করায় ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনকে অভিনন্দন জানালেন আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। ফাইনালে ‘উইলিয়ামসন মামা’ ও ‘ওয়ার্নার কাকা’কে একসঙ্গে পারফর্ম করতে দেখে আনন্দ প্রকাশ করেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা।

ফাইনালের রেকর্ড ৮৫ রান করেন উইলিয়ামসন। তাতে নিউ জিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলীয় রান করে। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৭২। কিন্তু ওয়ার্নার দারুণ জবাব দেন ৩৮ বলে ৫৩ রান করে। পরে মিচেল মার্শের অপরাজিত ৭৭ রান ৭ বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে জয় এনে দেয়।

ট্রফি জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানান রশিদ এবং দুই আইপিএল সতীর্থকেও, ‘আরেকটি আইসিসি ট্রফি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে অভিনন্দন এবং খুব ভালো খেলেছ ব্ল্যাক ক্যাপরা। কেন মামা ও ওয়ার্নার কাকাকে একসঙ্গে খেলতে দেখাটা ছিল আনন্দের।’