খেলাধুলা

চেলসির ড্রয়ে জুভেন্টাস গ্রুপ চ্যাম্পিয়ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। বুধবার রাতে চেলসি তাদের শেষ ম্যাচে জেনিত সেইন্ট পিটার্সবার্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। অন্যদিকে ঘরের মাঠে মালমোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় জুভেন্টাস। তাতে চেলসিকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো শিবির। অবশ্য দুটি দল আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে।

মালমোর বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। এ সময় ফেডেরিকো বার্নার্ডদেচির ক্রসে মাথা লাগিয়ে গোল করেন মইসে কিয়ান। বাকি সময়ে তার গোলটি আর শোধ দিতে পারেনি মালমো। তাতে কিয়ানের গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

অন্যদিকে জেনিতের বিপক্ষে টিমো ভেরনারের গোলে ২ মিনিটেই লিড নেয় চেলসি। ৩৮ মিনিটে জেনিতের ক্লাউদিনহোর গোলে সমতা ফেরে। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সরদার আজমাউন গোল করে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। 

বিরতির পর ৬২ মিনিটে চেলসির রোমেলু লুকাকু গোল করে সমতা ফেরান। আর ৮৫ মিনিটে ভেরনার তার জোড়া গোল পূর্ণ করলে এগিয়ে যায় চেলসি। স্বপ্ন দেখতে শুরু করে জয়ের। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) জেনিতের মাগোমেদ ওজদোয়েভ গোল করে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন। 

শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

৬ ম্যাচ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সংগ্রহ ১৫ পয়েন্ট। আর ১৩ পয়েন্ট সংগ্রহ রানার্স-আপ চেলসির।