আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝে দুই ঘণ্টার ছুটি নিয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে একটি শো রুম উদ্বোধন করেছেন সাকিব আল হাসান।
শো রুম উদ্বোধনের পর সাকিবকে গণমাধ্যমের মুখোমুখি হতে বলা হয়। নিজের মোটরসাইকেল কালেকশন, পছন্দের মোটরসাইকেল ও নিরাপত্তা নিয়ে মন খুলে কথা বললেও ক্রিকেট প্রসঙ্গে আসতেই সাকিব বলেন, ‘আজ হলিডেতে আছি। স্পোর্টস নিয়ে কোনো কথা বলবেন না।’ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার বিষয়ে সরাসরি জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে হাসিমুখে বলেছেন, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন। আসেন নাস্তার সময় হয়ে যাচ্ছে।’
আইপিএলে অংশ নিতে সাদা পোশাক থেকে ৬ মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেলার পরিকল্পনা ছিল তার। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলাপ করে শ্রীলঙ্কা সিরিজে খেলার সিদ্ধান্ত পরিবর্তন করেন। কিন্তু আইপিএলে দল না পাওয়ায় তার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়।
ওয়ানডে সিরিজ শেষে তার সঙ্গে বিসিবি প্রধানের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু বিসিবি সভাপতি মাঠেই সাকিবের সঙ্গে কথা সেরে নেন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর চট্টগ্রামে নাজমুল হাসান বলেছিলেন, ‘আজ খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসো, তারপর তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো- আপনি যা বলেন।’
তিনি আরো বলেন, ‘আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা জানি সে খেলবে। ও একবারও বলেনি যে খেলবে না। যা বলেছিল আইপিএলের কথা। এর বাইরে তো বলেনি। কথা আসছে কেন? ও খেলবে, খেলবে যান। মনের মধ্যে কোনো ‘যদি, কিন্তু’ নেই। কোনো কিছু নেই।’
বাংলাদেশের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল ২০১৭ সালে। সেবারও সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তার টেস্ট ক্রিকেটের প্রতি অনাগ্রহের আলোচনাও মূলত শুরু হয়েছিল তখনই। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেই আলোচনা সাকিব নিজেই বাড়িয়ে দেন। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেললেও চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। আইপিএলে খেলবেন বলে গত বছর শ্রীলঙ্কায় টেস্ট সফরে যাননি। এ বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন।