খেলাধুলা

শেন ওয়ার্নের মৃত্যুতে লারা-শচীনদের শোক

অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। অকালে তার এই চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্বের কেউ। সর্বত্রই নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই শোক প্রকাশ করছেন।

খেলার মাঠে ওয়ার্নের সঙ্গে যার দ্বৈরথ ছিল সেই ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ওয়ার্নের মৃত্যুর খবর ভীষণভাবে পীড়িত করেছে। 

শচীন লেখেন, 'শোকাহত, হতবাক ও পীড়িত। তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল। এত কম বয়েসে চলে গেলে!'

ক্যারাবিয়ান কিংবদন্তী ব্রান চার্লস লারা বন্ধুর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি লেখেন, ‘হৃদয়টা ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে হারালাম। তার পরিবারকে আমার সমাবেদনা জানাই। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে খুব মিস করব।'

শ্রীলঙ্কার সাবেক ইউকেট কিপার কুমার সাঙ্গাকারা লেখন, ‘বন্ধু ও লিজেন্ডে শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না।’

ওয়ার্নের সময়ে পাকিস্তানের সেরা পেস অ্যাটাকার ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম শোক প্রকাশ করেছেন। 

তিনি লেখেন, 'ওয়ার্নির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত... সে সর্বদা সংস্পর্শেই ছিল এবং একজন আইকনিক বোলার ছাড়াও সে একজন দুর্দান্ত বিনোদনকারীও ছিলেন... তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা... শান্তিতে থাকো আমার বন্ধু।'

অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেট দলের অন্যতম সদস্য ডেভিড ওয়ার্নার শোক জানিয়েছেন শেন ওয়ার্নের মৃত্যুতে। 

এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘দুই কিংবদন্তি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি শব্দ হারিয়ে ফেলেছি। এটি আসলেই খুব দুঃখের বিষয়। মার্শ এবং ওয়ার্নের পরিবারের জন্য আমি প্রার্থণা করবো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মার্শ ও ওয়ার্নার শান্তিতে থাকবেন।’

বিরাট কোহিলি লেখেন, ‘জীবন অপ্রত্যাশিত। আমি আমাদের গ্রেট খেলোয়াড় এবং যে ব্যক্তিকে খেলার বাইরে চিনতাম তার চলে যাওয়া আটকাতে পারলাম না। রিপ#গোট।’

ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটরক্ষক জজ বাটলার টুইটারে তার সঙ্গে শেন ওয়ার্নের একটি ছবি পোস্ট করেছেন।

ধারাভাষ্য কক্ষে ওয়ার্নের সঙ্গী হার্শা ভোগলেও ভাষা হারিয়ে ফেলেছেন, 'আমি যন্ত্রনায় ভুগছি। আমার কোনো ভাষা নেই, শব্দ নেই। আমি খুব ভাগ্যবান যে তাকে চিনতাম। জাদু চিরকালই রয়ে যাবে।'  

সূত্র: ক্রিকইনফো।