আফগানিস্তানের নতুন প্রধান কোচ হলেন ৫২ বছর বয়সী গ্রাহাম থর্প। অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট লর কাছ থেকে দায়িত্ব নিবেন তিনি।
গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হলে ল্যান্স ক্লুজনার নতুন চুক্তি না করলে লকে দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৯ বিশ্বকাপের পর দুই বছরের বেশি সময় ধরে প্রধান কোচের দায়িত্বে ছিলেন ক্লুজনার।
১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা থর্প অস্ট্রেলিয়ায় বিপর্যয়কর অ্যাশেজ সিরিজ শেষে ইংল্যান্ডের ব্যাটিং কোচের চাকরি ছেড়ে দেন।
আফগানিস্তানের সঙ্গে সাবেক ইংলিশ ক্রিকেটার থর্পের প্রথম মিশন আয়ারল্যান্ড সফর। আগামী জুলাইয়ে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে তারা। তারপর সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই।
৯ ম্যাচে সাত জয়ে ৭০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান বর্তমানে আইসিসি ওয়ানডে সুপার লিগের চার নম্বরে। আর টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ২৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।