খেলাধুলা

এবার ফাহিমের শরণাপন্ন মুমিনুল, ইনডোরে দেড় ঘণ্টার সেশন 

ক্রিকেটাররা ফর্মে না থাকলে ছুটে যান গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম কিংবা সৌম্য সরকার; সকলেই কাজ করেছেন অভিজ্ঞ এই কোচের সঙ্গে। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার তার শরণাপন্ন হলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সম্প্রতি বাজে সময় কাটাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

সোমবার (৩০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ফাহিম। সামনেই আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ। বাজে সময় থেকে বেরিয়ে আসতে মুমিনুলের লড়াই। 

ক্যারিবিয়ান দ্বীপে রান পেতে মরিয়া মুমিনুল ছুটির সময়ও ব্যাট-বলের সঙ্গেই থাকছেন। কারণ সময়টা যে খারাপ যাচ্ছে। বৃষ্টির কারণে ইনডোরে আজ প্রায় দেড় ঘণ্টার মতো সময় কাটিয়েছেন তিনি। সেশন শেষে সাংবাদিকদের ফাহিম জানিয়েছেন, মুমিনুল বেসিক নিয়েই কাজ করেছেন আজ। 

ফাহিম বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মৌলিক বিষয় থেকেই সরে যায়। বেসিক নিয়েই একটু কাজ করেছি।’

স্বস্তির খবরও দিয়েছেন ফাহিম। নেটে মুমিনুলের ব্যাটিংয়ে দেখছেন উন্নতির ছাপ, ‘আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। এটা নিয়ে কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’

শেষ ৮ ইনিংসে দুই অঙ্কের রানের ঘরই পার হতে পারেননি। এই সময়ে তার ব্যাটে আসে সর্বোচ্চ ৯ রান! ফাহিম বলেন, ‘বেসিক থেকে বাইরে চলে গেলে এই পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন, এটাই মূল কারণ।’

ফর্মহীনতায় থাকলে নেতৃত্বে বাড়তি চাপ আসবেই। মুমিনুলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। মাঠে-মাঠের বাইরে নানা সিদ্ধান্ত, কথায় সেটি স্পষ্ট। মুমিনুলের ওপর চাপ আছে মানছেন ফাহিম, ‘ও রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপে আছে, এমন কথা উঠবেই। সেটার প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।’

ফাহিমের সঙ্গে কাজ করে সাকিব-মুশফিকরা সুফল পেয়েছেন হাতেনাতে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে ফর্মহীনতায় ছিলেন মুশফিক। মিরপুরে ফাহিমের সঙ্গে কাজ করেছেন তিনি নিবিড়ভাবে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচেই সেঞ্চুরি। মুমিনুলের জন্যও কি এমন কিছু অপেক্ষা করছে অ্যান্টিগা কিংবা সেন্ট লুসিয়াতে?