ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকে দুটি গোল করেছেন আর্লিং হাল্যান্ড। জিতেছে দলও। তারপরও খুশি নয় ম্যানচেস্টার সিটির নতুন স্ট্রাইকার। তার আক্ষেপ হ্যাটট্রিক না হওয়ার। এই অসন্তুষ্টির কথা শুনে খুশি হয়েছেন কোচ পেপ গার্দিওলা।
হাল্যান্ডের এই অতৃপ্ত ক্ষুধা গার্দিওলাকে মনে করিয়ে দিয়েছে তার বার্সেলোনার সময়কে। কারণ একই ধরনের মানসিকতা তিনি দেখেছিলেন লিওনেল মেসির মধ্যে।
রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছেন হাল্যান্ড। প্রথমার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করার পর দ্বিতীয়টি করেন কেভিন ডি ব্রুইনার পাস থেকে। ম্যাচ শেষে জানান, জোড়া গোলে সন্তুষ্ট নয় তিনি, ‘হ্যাটট্রিক না হওয়ায় খুশি নই।’
২২ বছর বয়সী স্ট্রাইকারের গোলের আকাঙ্ক্ষার কথা শুনে গার্দিওলাকে মনে করিয়ে দিয়েছে, মেসির সঙ্গে তার বার্সার সময়ের কথা। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, ‘দারুণ, আমার এটা ভালো লাগে। কোচ হিসেবে আমি সৌভাগ্যবান যে মেসির সঙ্গে কাজ করেছি এবং যখন সে দুই গোল করতো, তিন গোল চাইতো। তিন গোল করলে চার গোল করতে চাইতো।’
হাল্যান্ডের এই মানসিকতা নিয়ে গার্দিওলা যোগ করলেন, ‘শীর্ষ গোলদাতারা কখনও সন্তুষ্ট হয় না, তারা সবসময় ক্ষুধার্ত থাকে এবং আরও বেশি চায়। আর্লিং দুই গোল করেছে, এটা তার জন্য ও দলের ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা এখন আমাদের হাতে আরেকটি অস্ত্র।’