খেলাধুলা

বিদেশি কোচের তত্ত্বাবধানে ওয়ালটন ঢাকার প্রাণবন্ত অনুশীলন

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি-২০২২’ কে সামনে রেখে ওয়ালটন ঢাকা দলের বিদেশি কোচ সাইফুল আজলি বিন আব্দুল রহমান দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার তত্ত্বাবধানে বুধবার (১৯ অক্টোবর) বিকেএসপিতে দুই সেশনে প্রাণবন্ত অনুশীলন করে ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন ঢাকার খেলোয়াড়রা।

মালয়েশিয়ান এই নতুন কোচের বিষয়ে ওয়ালটন ঢাকার আইকন খেলোয়াড় আশরাফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের বিদেশি কোচ খুবই ফ্রেন্ডলি। তিনি আজ আমাদের অনুশীলন দেখেছেন, অনুশীলন করিয়েছেন। আমাদের নিয়ে তিনি বেশ পজিটিভ। আজ আমাদের বিভিন্ন টেকনিক ও বিষয় দেখিয়ে দেন তিনি। আমরা সবাই সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত্ব করেছি এবং অনুশীলন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আজ রাতে একজন এসেছেন। ২৪ তারিখের মধ্যে বিদেশি সবাই দলের সঙ্গে যোগ দিবেন।’

ওয়ালটন ঢাকার বিদেশি খেলোয়াড়দের মধ্যে দুজন মালয়েশিয়ার, একজন ভারতের ও একজন ইন্দোনেশিয়ার।

ওয়ালটন ঢাকার স্কোয়াড: আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (মিডফিল্ড/ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান। দেশি কোচ: জাহিদ হোসেন রাজু। ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আগামী ২৮ অক্টোবর হকির ফ্র্যাঞ্চাইজি যুগে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে বাংলাদেশ। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। টি স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে হকি চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট লড়াই।