খেলাধুলা

গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ইনজুরি হানা দিয়েছে। তাদের রিজার্ভ উইকেটকিপার জশ ইংলিস হাতে চোট পেয়েছেন। বুধবার সিডনিতে গল্প খেলার সময় আঘাত পান তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করার তিন দিন আগে আহত হলেন ইংলিস। তার ডানহাত কেটে গেছে। 

অস্ট্রেলিয়া কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড বৃহস্পতিবার বলেছেন, ‘এটা একেবারেই অদ্ভুত দুর্ঘটনা।’ হাতে সেলাই পড়েছে ইংলিসের। টেন্ডনের কোনও ক্ষতি না হলেও ব্যাট গ্রিপ করা ও ক্যাচ ধরা তার জন্য কঠিন হয়ে যাবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ইংলিসের স্থলাভিষিক্ত হিসেবে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ডেকেছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে ইংলিসের জায়গায় গ্রিনকে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

সাতটি টি-টোয়েন্টি খেলা গ্রিনকে নেওয়ায় দলে একমাত্র উইকেটকিপার ম্যাথু ওয়েড। মানে কোনও ব্যাকআপ উইকেটকিপার ছাড়াই বিশ্বকাপে খেলবে চ্যাম্পিয়নরা।