খেলাধুলা

ফিঞ্চের পরেই বাবর আজম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন বাবর আজম।

তিনি মাত্র ৪২ বলে ৭ চারে ৫৩ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসেবে ২০০০ রান করার মাইলফলক স্পর্শ করেন বাবর। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ প্রথম এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না বাবরের। নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। কিন্তু সেমিফাইনালের মতো বড় ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৫৩ রান তাড়া করতে নেমে ৬ ওভারেই তুলে ফেলেন ৫৫ রান। যা বিশ্বকাপে তাদের সেরা পাওয়ার প্লে। এরপর ১২.৩ ওভারেই দলীয় সংগ্রহকে নিয়ে যান ১০৫ রানে। উদ্বোধনী জুটিতে বাবর-রিজওয়ান শতরান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন।