খেলাধুলা

কিষাণ নয়, ভারতের ওপেনিং করবেন গিল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের ইনিংস উদ্বোধন করবেন শুভমান গিল, দুর্ভাগ্যবশত খেলবেন না ইশান কিষাণ। অধিনায়ক রোহিত শর্মা সোমবারের সংবাদ সম্মেলনে জানালেন, কে তার সঙ্গে ওপেনিং করবেন।

গত বছর ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিক ছিলেন গিল। ভারতের সবশেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে নির্বাচকদের ভাবনায় ভালোভাবে জায়গা করে নেন কিষাণ। কিন্তু রোহিত জানান, প্রতিষ্ঠিত ওপেনার হওয়ার কারণে গিলকেই বেছে নিচ্ছে ম্যানেজমেন্ট।

মঙ্গলবার প্রথম ওয়ানডেতে নামার আগের দিন রোহিত বলেন, ‘দুই ওপেনারই (গিল ও কিষাণ) সত্যিই ভালো করেছে। কিন্তু আমি মনে করি গিলকে সুযোগ দেওয়াটা ন্যায়সঙ্গত হবে কারণ তার শেষ দিকের খেলাগুলোতে ভালো রান করেছিল।’

কিষাণকে না খেলালেও ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন বললেন অধিনায়ক, ‘আমি ইশানের কাছ থেকে কোনো কিছু কেড়ে নিচ্ছি না। সে আমাদের জন্য চমৎকার ছিল। সে ডাবল সেঞ্চুরি করেছিল এবং আমি জানি সেটা করতে কী লাগে। এটা সেরা অর্জন। কিন্তু সত্যি বলতে যারা আগে ভালো করেছিল তাদেরও যথেষ্ট সুযোগ দেওয়া দরকার।’

সবশেষ নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেন গিল। ১৫ ম্যাচে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৬৮৭ রান তার।