সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগেভাগে বাংলাদেশ ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দুজন চলে যাওয়ার পর আরো দুই বিদেশিকে দলে অন্তর্ভুক্ত করলো আগেই প্লে অফ নিশ্চিত করা দলটি।
বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের অফিসিয়াল পেইজে সিলেট স্ট্রাইকার্স পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে অন্তর্ভুক্তির কথা জানায়।
দুজনের একসঙ্গে তোলা ছবি দিয়ে সিলেট ক্যাপশনে লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’ বেলা গড়াতে ইরফান টুইটারে বিমান থেকে তোলা ছবি দিয়ে বাংলাদেশে রওনা দেওয়ার খবর জানান ভক্তদের।
গুলবাদিন ছিলেন বিপিএলের খেলোয়াড় ড্রাফটে। প্রতিযোগিতার মাঝপথে ইরফানকে সরাসরি চুক্তিতে নিয়েছে সিলেট।
লিগ পর্বে ১০ ম্যাচ খেলে ৮টি জিতেছে সিলেট। ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে নিশ্চিত করেছে প্লে অফ, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরচুন বরিশালের পয়েন্ট ১২। সমান পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।