ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। সেই গানারদের বিপক্ষেই এবার লড়াই সিটিজেনদের। তাদের সামনে সুযোগ শীর্ষে যাওয়ার।
বুধবার মুখোমুখি হবে আর্সেনাল-ম্যানসিটি। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি জিতলে সিটিজেনদের পয়েন্ট হবে আর্সেনালের সমান ৫১, তবে গোল ডিফারেন্সে এগিয়ে থাকায় শীর্ষে যাবে সিটি।
তবে এই ম্যাচের আগে ম্যানসিটির জন্য অস্বস্তিকর খবর। তাদের সেরা তারকা আর্লিং হাল্যান্ড পড়েছেন ইনজুরিতে। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন নরওয়েজিয়ান স্ট্রাইকার। বিরতির পর আর তাকে মাঠে নামানো হয়নি।
কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, আর্সেনালের বিপক্ষে খেলতে এমিরেটসে যাওয়ার আগে তার পায়ের পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, ‘আমি মনে করি গুরুতর ইনজুরি না। আমরা সোমবার দেখবো। যদি কোনো ঝুঁকি থাকে তাহলে সে খেলবে না।’
গার্দিওলা বলেন, ‘বিরতির সময় আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ঝুঁকি না নিতে। তখন ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। আমি চিকিৎসকের কথা মেনে নিয়েছি। এটা আরো ঝুঁকিপূর্ণ হতে পারতো যদি আমি না তুলে নিতাম।’