খেলাধুলা

পিএসজিকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে বায়ার্ন 

নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পারেনি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।

মঙ্গলবার রাতে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো বায়ার্ন। ম্যাচের ৫৩ মিনিটে ডেভিসের পাস থেকে দারুণ ভলিতে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।

প্রথমার্ধে পিএসজিকে খুঁজে পাওয়া যায়নি। বায়ার্ন বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও দিতে পারেনি। তবে বিরতির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

গোল হজমের ৪ মিনিট পর এমবাপ্পেকে মাঠে নামায় পিএসজি। এমবাপ্পে মাঠে নামার পর আক্রমণের ধার বাড়ে প্যারিসের ক্লাবটির। ৭৩ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। এমবাপ্পে গোল দিলেও অফসাইডে বাতিল হয়।

৯ মিনিট পরে আবারও হতাশায় পুড়তে হয় পিএসজিকে। এবারও এমবাপ্পে গোল দিলে সেটি সামান্য ব্যবধানে অফসাইড হয়। শেষ পর্যন্ত আর গোলের সমতা আনতে পারেনি স্বাগতিকরা। শেষদিকে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড এদেখে মাঠ ছাড়েন পাভার্ড।

সব মিলিয়ে টানা তিন ম্যাচ হারলো পিএসজি। ফ্রেঞ্চ কাপ, লিগ ওয়ানের পর এবার চ্যাম্পিয়নস লিগে হেরে হ্যাটট্রিক করলেন মেসিরা। অন্যদিকে চলতি আসরে টানা ৭টি জয় পেয়েছে বায়ার্ন। এর আগে ২০১৯-২০ সেশনে ১১টি ম্যাচই জিতেছিল তারা। দ্বিতীয় লেগের খেলা হবে ৮ মার্চ।