খেলাধুলা

অমিতের সেঞ্চুরির দিনে রাব্বীর ১০ রানের আক্ষেপ

বিসিএলের তৃতীয় রাউন্ডে লিগের প্রথম সেঞ্চুরি পেলেন অমিত হাসান। সোমবার বগুড়ায় বিসিবি সাউথ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন অমিত। যা তার প্রথম শ্রেণির ক্রিকেট ক‌্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

২১ বছর বয়সী তরুণের সেঞ্চুরি পাওয়ার দিনে ১০ রানের আক্ষেপে পুড়েছেন ফজলে রাব্বী। ৯০ রানে আউট হন সাউথ জোনের অধিনায়ক। এ দুই ব‌্যাটসম‌্যানের ব‌্যাটে সাউথ জোন তৃতীয় দিন দারুণ জবাব দেয় সেন্ট্রাল জোনকে।

প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৪৬ রানে দিনের খেলা শেষ করে সাউথ জোন। ২৩৫ বলে ১৮ চারে ১১২ রানে অপরাজিত রয়েছেন অমিত। রাব্বী ৯০ রানের ইনিংসটি সাজান ১০ চারে। দুজন চতুর্থ উইকেট জুটিতে ১৯২ রান তোলে।

এর আগে টপ অর্ডারের তিন ব‌্যাটসম‌্যান দ্রুত আউট হন। মুশফিক হাসানের বলে পিনাক আউট হন ৩ রানে। সাদমান বাঁহাতি পেসার আবু হায়দার রনির বলে পয়েন্টে ক‌্যাচ দেন শূন‌্যরানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন এ ব‌্যাটসম‌্যান। এছাড়া এনামুল হক বিজয়ের ব‌্যাট থেকে আসে ১৫ রান।

অমিত ও রাব্বী জুটি বেঁধে ধাক্কা সামলে প্রতি আক্রমণে রান তোলেন। তাতে সাউথ জোন ভালো অবস্থায় চলে যায়। রাব্বী একরাশ হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক হাসানের বলে। ডানহাতি পেসার নতুন ব্যাটসম্যান ইমরানুজ্জামানকেও টিকতে দেননি।

শেষ দিকে নাহিমুল ও অমিত মিলে বাকি সময় কাটিয়ে দেন। নাহিদুল অপরাজিত আছেন ২৩ রানে। রনি ২টি ও মুশফিক ৩ উইকেট পেয়েছেন।

২৭৬ রানের লিড নিয়ে ভালো অবস্থায় থাকা সাউথ জোন কোথায় গিয়ে থামে সেটাই দেখার। আগামীকাল এ ম্যাচে রোমাঞ্চ ছড়াতেও পারে।