খেলাধুলা

শেষ পাঁচ ওভারে ৩৭ রান তুলে টেস্ট জিতে নিলো নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৮৫ রানের টার্গেট ছুঁতে শেষ পাঁচ ওভারে ৩৭ রান দরকার ছিল নিউ জিল্যান্ডের। হাতে ছিল ৫ উইকেট। হেরে যাওয়ারও ঝুঁকি ছিল। শেষ পর্যন্ত পাঁচ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে ৩৭ রান নিয়ে জয় পেয়েছে স্বাগতিকরা। ৭০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে দারুণ এক জয় নিশ্চিত করে।

শেষ দিনে বৃষ্টির চোখ রাঙানির পরও এমন জয়টি সম্ভব হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১২১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। যা তিনি ১৯৪ বলে ১১টি চার ও ১ ছক্কায় করেন।

এছাড়া ড্যারিল মিচেল ৩ চার ও ৪ ছক্কায় ৮১ রানের ইনিংস খেলে দলের জয়কে তরান্বিত করেন।

বল হাতে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন প্রবথ জয়সুরিয়া। ১টি করে উইকেট নেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

অবশ্য এই ম্যাচ শ্রীলঙ্কা নাটকীয়ভাবে হেরে যাওয়ায় ভারত চলে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১০২ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান করে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৩৫৫/১০ ও ৩০২/১০ নিউ জিল্যান্ড: ৩৭৩/১০ ও ২৮৫/৮ ফল: নিউ জিল্যান্ড ২ উইকেটে জয়ী ম্যাচসেরা: ড্যারিল মিচেল।