খেলাধুলা

সব ধরনের কন্ডিশনে উন্নতির তাড়নায় হাথুরুসিংহে

ঢাকা ও সিলেটের কন্ডিশনে আকাশ-পাতাল পার্থক্য বিষয়টা তেমন না। সর্বোচ্চ আঠারো-বিশ। কিন্তু ওই আঠারো-বিশেই বড় পার্থক্য গড়ে দিতে পারে তা বোঝা গেল চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে, ‘আমরা যখন সিলেটে খেলেছি, এখানে কিছু উইকেট পেয়েছি, যেগুলোকে আমার মনে হয়েছে ইংল্যান্ডের উইকেটের সবচেয়ে কাছাকাছি।’

ঠিক এ কারণেই ইংল্যান্ডে বাংলাদেশের আসন্ন সিরিজের ট্রেনিংয়ের জন্য প্রধান কোচ বেছে নিয়েছেন সিলেট ভেন্যু। প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালীন হাথুরুসিংহের পা পড়েনি সিলেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের যখন কোচ হয়ে এসেছিলেন তখন গিয়েছিলেন সিলেটে। গিয়েই মুগ্ধ হয়েছিলেন।

দ্বিতীয় মেয়াদে নিজের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আয়ারল্যান্ডকে তিন ওয়ানডেতে আতিথেয়তা দেন সিলেটে। সেখানের অনুশীলনের সুযোগ-সুবিধা এতোটাই তার মনে ধরেছে যে, কিছুদিন পর বাংলাদেশ আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলবে, তাই মিরপুর হোম অব ক্রিকেট বাদ দিয়ে প্রস্তুতির জন্য সিলেটকেই উপযুক্ত মনে করছেন।

চেমসফোর্ডে হবে বাংলাদেশের তিন ওয়ানডে। যেখানে বল বাউন্স করবে। থাকবে বাড়তি গতি। সর্বোচ্চ ফল পেতে তাই বাড়তি সতর্ক বাংলাদেশের কোচ, ‘উইকেট একটা ব্যাপার। সঙ্গে আছে আবহাওয়া। এখানে অনেক গরম।’

ঢাকায় উন্নত সব সুযোগ-সুবিধা। একাডেমি মাঠ, মূল মাঠ, ইনডোর-আউটডোর সব মিলিয়ে উইকেট আছে পঞ্চাশটির কাছাকাছি। সেখানে কেন অন্তত একটি বাউন্সি উইকেট থাকবে না? হাথুরুসিংহের কোনো অভিযোগ নেই। বরং বাস্তবতার কথাই বললেন, ‘এছাড়া এখানে অনেক ম্যাচ হয়। যে ধরনের উইকেট আমি চাই, তা এখানে পাব না।’

এই ক্যাম্প শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের জন্যই নয়। সামনে বাংলাদেশের উন্নতির পথ বের করে দেবে এসব ছোট-বড় পরিকল্পনা। হাথুরুসিংহের কণ্ঠে সব ধরনের কন্ডিশনে উন্নতির তাড়না পাওয়া গেল, ‘ব্যাপারটি শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’