খেলাধুলা

নাপোলির হরিষে বিষাদ, উপযাপনে একজনের মৃত্যু

সুনীল গঙ্গোপাধ্যায় তার ‘কেউ কথা রাখেনি’ কবিতায় বলেছিলেন, ’৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি।’ ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব নাপোলি কথা রেখেছে। তারা দীর্ঘ ৩৩ বছর পর জিতেছে সিরি’আ লিগের শিরোপা।

দীর্ঘ বছর অপেক্ষার পর প্রিয় ক্লাব শিরোপা জেতায় সমর্থকরা ভাসছেন উচ্ছ্বাসের জোয়ারে। উদযাপনের সময় গোলাগুলিতে এক সমর্থকের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছে আরও দুইজন। এছাড়া আতশবাজির ঝলকানিতে আহত হয়েছেন আরও ৮ জন।

গুলিতে মারা যাওয়া সমর্থকের বয়স ২৬ বছর। তিনি কার্ডারেলি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। সেখান থেকে চিকিৎসা নেন আরও দুইজন। তাদের গায়েও গুলি লেগেছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গুলির ঘটনা কি নিছক দুর্ঘটনা ছিল নাকি উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

এদিকে পুলিশ আরও জানিয়েছে, আতশবাজি পোড়াতে গিয়ে আরও আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উদিনিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৩৩ বছর পর সিরি’আ লিগের শিরোপা জয় নিশ্চিত করে নাপোলি। সবশেষ ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে সিরি’আ লিগের শিরোপা জিতেছিল নেপলসরা।