অ্যাশেজ সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আইপিএল থেকে ফিরে যাওয়া জোফরা আর্চার অবশ্য জায়গা পাননি দলে। তবে ফিরেছেন জনি বেয়ারস্টো।
১৭ মাস ইনজুরি কাটিয়ে চলতি বছর ক্রিকেটে ফেরা আর্চার এই গ্রীষ্মে আর খেলতে পারবেন না। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি পাঁচ ম্যাচ খেলেছিলেন। এরপর দেশে ফিরে আসেন কুনুইর অস্বস্তি নিয়ে।
আর্চারের বিষয়ে এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সাসেক্সের পেসার জোফরা আর্চার এই গ্রীষ্মের জন্য ছিটকে গেছেন। তার পুরনো কুনুইর ইনজুরি ধরা পড়েছে। এখন থেকে তিনি ইংল্যান্ড ও সাসেক্সের মেডিক্যাল টিমের সঙ্গে থাকবেন। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।’
এদিকে ইনজুরি থেকে ফিরে আসা বেয়ারস্টোকে সুযোগ দেওয়া হয়েছে টেস্ট দলে। তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন। গেল সেপ্টম্বরে গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যে কারণে অস্ট্রেলিয়ায় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। বেয়ারস্টোকে সুযোগ দেওয়ায় বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফকস।
এদিকে ২০২২ সালের মার্চের পর টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার ক্রিস ওকস। নিউ জিল্যান্ড সফরে খেলতে না পারা পেসার মার্ক উডও জায়গা পেয়েছেন দলে।
অধিনায়ক বেন স্টোকস ও পেসার জেমস অ্যান্ডারসনের হালকা ইনজুরির সমস্যা থাকলেও তাদের রাখা হয়েছে দলে।
অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে শুরু হবে ১৬ জুন থেকে এজবাস্টনে।
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথিউ পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস ও মার্ক উড।