২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। যেখানে দশটি দল বিশ্বকাপের মূলপর্বের দুটি স্লটের জন্য লড়াই করবে।
বাছাইপর্বের ড্র আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দশটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপপর্বে প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে খেলবে। দুই গ্রুপ থেকে তিনটি করে মোট ছয়টি সেরা দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্সে থাকবে ডিআরএস। এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুপার সিক্সে দলগুলো কেবল তাদের বিপক্ষে খেলবে যাদের বিপক্ষে তারা গ্রুপপর্বে খেলেনি। সুপার সিক্স থেকে সেরা দুটি দল সুযোগ পাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে। যেখানে আগে থেকেই আছে আয়োজক ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
বাছাইপর্বের উদ্বোধনী দিনে মুখোমুখি জিম্বাবুয়ে-নেপাল ও উইন্ডিজ-যুক্তরাষ্ট্র।
চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।