খেলাধুলা

সৌদি, বার্সা নাকি মিয়ামি, কোথায় যাচ্ছেন মেসি?

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ। এখন তিনি ফ্রি এজেন্ট। আগামীকাল শনিবার শেষবারের মতো পিএসজির হয়ে খেলবেন তিনি। এরপর কোথায় যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

মেসির সঙ্গে কথা বলে শুক্রবার এমনটাই জানিয়েছেন বার্সেলোনার কোচ জাভি, ‘আগামী সপ্তাহে সে সিদ্ধান্ত নিবে। এখন আপনাদের উচিত তাকে একা থাকতে দেওয়া। বর্তমানে তার বিষয়ে ২০০ গুঞ্জন উড়ে বেড়াচ্ছে। আগামী সপ্তাহে সে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবে। বার্সেলোনার দরজা তার জন্য সব সময়ই খোলা।’

তিনি আরও বলেন, ‘সে পিএসজির সঙ্গে মৌসুম শেষ করবে। ফ্রান্সের ক্লাবটির প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে। পিএসজি অধ্যায়টা সে দারুনভাবে শেষ করতে চায়। এরপর তার চুক্তির মেয়াদ শেষ হবে। এবং তারপর সে বিশ্বকে তার সিদ্ধান্ত জানাতে পারবে যে সে কোথায় যাচ্ছে। কোথায় তার ক্যারিয়ার শেষ করবে।’

৩৫ বছর বয়সী মেসিকে দলে ভেড়াতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এছাড়া আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিও তাকে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে। আর প্রাণের বার্সেলোনা তো আছেই।

মেসির বার্সেলোনায় আসার কারণ ব্যাখ্যা করে জাভি বলেন, ‘আমি মনে করি সে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। আর সেটা কেবল সম্ভব যদি সে বার্সেলোনায় আসে। সকল কাতালানরা চায় মেসি এখানে আসুক। বিশেষ করে কোচরা। তার জন্য বার্সেলোনার দরজা উন্মুক্ত।’

বার্সেলোনায় তিনি দীর্ঘ ২১ বছর খেলেছিলেন। সেই সময়ে তিনি কাতালানদের হয়ে ৩৫টি শিরোপা জিতেছিলেন। ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি। চলতি মৌসুমে রেড অ্যান্ড ব্লুজদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় গোল করেছেন ২১টি। আর গোলে সহায়তা করেছেন ২০টি।