গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটন দাস যেন আছেন নিজের ছায়া হয়ে। চার ম্যাচে এই উইকেটরক্ষকের ব্যাট থেকে আসে মাত্র ৫৩ রান। গতকাল রাতে সারে জাগুয়ার্সের হয়ে খেলা লিটনের ব্যাট থেকে আসে ৩০ বলে ২৫ রান।
লিটনের এমন মন্থর ইনিংসের পরও অবশ্যই জিতে যায় তার দল। জাতিন্দর সিংয়ের ফিফটি ও অ্যালেক্স হেলসের ঝড়ে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে ৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাগুয়ার্স।
আগে ব্যাটিং করে লিটনের দল ৬ উইকেটে ১৬৪ রান তোলে। জাতিন্দর সর্বোচ্চ ৫৭ রান করেন। হেলসের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৯। রান তাড়া করতে নে,এ মিসিসাগা ১০৯ রানে অলআউট হয়।
লিটন ব্যাটিং অর্ডারে এক ধাপ নেমে তিনে ব্যাটিং করেন। কিন্তু তার ব্যাত চলে ধীর গতিতে। ১টি চার ও ১টি ছয়ে ৩০ বলে ২৫ রান করেছেন। স্ট্রাইকরেট ৮৩। এর আগে তার ব্যাট থেকে আসে ৯ ও ২১। ২১ রানের ইনিংসটিও ছিল ধীরগতির। এটি আসে ২০ বলে। আর এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি।