খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। তার আরও একটি পরিচয় তিনি পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী। মন্ত্রী হলেও ক্রিকেট খেলা ছাড়েননি। যদিও আন্তর্জাতিক ম্যাচ সবশেষ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আজ বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেন। সেখানে তিনি অবসর ঘোষণা সংক্রান্ত ডকুমেন্টও যুক্ত করেন।

আর লিখেন, ‘আমি গেল দুই বছর ধরে আমার অবসরের বিষয়টি নিয়ে ভাবছিলাম। বলে আসছিলাম ২০২৩ সালেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবো। সেই ঘোষণাটি দেওয়ার জন্য এখন আমি সবচেয়ে বেশি কম্ফোর্ট ফিল করছিলাম। যতোদিন খেলেছি আমি আমার দেশ ও দলকে নিজেদের সেরাটুকু দিয়ে সেবা করার চেষ্টা করেছি।’

‘আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য ছিল বিরাট সম্মানের। আমি যদিও এই অধ্যায়টিকে বিদায় জানাচ্ছি, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবো। সেখানে আমি সেরা সেরা ট্যালেন্টদের বিপক্ষে খেলে ক্রিকেটপ্রেমীদের বিনোদিত এবং অনুপ্রাণিত করার চেষ্টা করবো।’

৩৮ বছর বয়সী বাহাতি এই পেসার পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ৮৩টি, ওয়ানডেতে ১২০টি এবং টি-টোয়েন্টিতে ৩৪টি।