খেলাধুলা

যে চার দলের পক্ষে বিশ্বকাপে বাজি ধরেছেন চ্যাপেল

আসন্ন আইসিসি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে, এমন চার দলের নাম প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চার দলের নাম বলেন চ্যাপেল। এই তালিকায় উপমহাদেশ ও বাইরের দেশগুলো থেকে সমান দুটি করে দল রয়েছে।

চ্যাপেলের বিশ্বাস, শেষ চারের জন্য তার বাছাই করা চারটি দলই যোগ্য। অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা ও পরিস্থিতি বিশ্লেষণ করে দলগুলো বাছাই করেছেন তিনি। অজি কিংবদন্তির বাছাই করা চারটি দল হলো - ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান।

এই ব্যাপারে চ্যাপেল বলেন, ‘বিশ্বকাপটি ভারতে হবে। সে হিসেবে আমার মতে নিজেদের মাটিতে ভারত অবশ্যই ফেভারিট। বাকি তিন দল হিসেবে আমি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানকে বেছে নিয়েছি। আমি এই চারটি দলের পক্ষেই বাজি ধরবো।’   চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। আসরটি ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।