খেলাধুলা

আলকারাজকে হারিয়ে সিনসিনাটি ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচ

অবশেষে উইম্বলডন হারের ক্ষতে প্রলেপ দিলেন নোভাক জকোভিচ। সিনসিনাটি ওপেনে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা। সেই সঙ্গে নিলেন প্রতিশোধও। যদিও উইম্বলডনের সঙ্গে এর তুলনা হয় না। তাও সান্ত্বনা খুঁজে পেলেন ‘জোকার’।  

রবিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টারে সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বর্তমান সময়ে টেনিসের সেরা দুই তারকা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) গেমে ম্যাচ জিতে বদলা পূরণ করেন সার্বিয়ান তারকা।

এ নিয়ে তৃতীয়বারের মতো সিনসিনাটি মাস্টার্স খেতাব জেতার পাশাপাশি রেকর্ডসংখ্যক ৩৯তম মাস্টার্স ১০০০-এর শিরোপা জিতলেন জকোভিচ। গত দুই মাসে এই নিয়ে জকোভিচ এবং আলকারাজ তিন বার মুখোমুখি হয়েছেন। তাতে দু'বার জেতেন ‘জোকার’ খ্যাত সার্বিয়ান তারকা। একবার জিতলেন আলকারাজ, উইম্বলডনের ফাইনালে।

আলকারাজের বিপক্ষে ম্যাচটা যে সহজ ছিল না সেটা জকোভিচ নিজেই স্বীকার করলেন। ম্যাচশেষে জকোভিচ বলেন, ‘এটা বর্ণনা করা কঠিন। আমি আমার জীবনের কঠিনতম ম্যাচগুলির মধ্যে একটি খেললাম। শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা দু'জনেই লড়াই করেছি।’